বিশ্বকাপে আগুন ঝরিয়ে ভূগোলে ফেল মারুফা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
চলমান নারী বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছেন মারুফা আক্তার। এরই ল্যাসিথ মালিঙ্গাসহ বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার এই বাংলাদেশি পেসারের প্রশংসা করেছেন। যদিও দলগতভাবে টাইগ্রেসদের অবস্থা মোটেও ভালো না। এই রিপোর্ট যখন লিখছিলাম, তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মারুফারা তখনও ফিল্ডিংয়ে নামেননি। তার আগেই মন খারাপের খবর পেয়েছেন মারুফা। এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন জাতীয় দলের এই তারকা। অবশ্য গত ৫ বছরের তুলনায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার সর্বনিম্ন। ২০২৪ সালে গড় পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ; এবার কমে দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানেও (বিকেএসপি)। বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভূগোলে অকৃতকার্য মারুফা আক্তার। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হতে পারেননি মারুফা। তিনি সব বিষয়ে উত্তীর্ণ হলেও, ভূগোলে অকৃতকার্য হয়েছেন। বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে পরীক্ষার খাতা আবার নিরীক্ষার জন্য আবেদন করবেন তারা। মবিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানিয়েছেন, ‘ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।’ তাই এই মুহূর্তে বলা যায়, নিরীক্ষার জন্য ঝুলে আছে মারুফার এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল। বিকেএসপি থেকে এবার ৬ জন জিপিএ ফাইভ পেয়েছেন। ছয় জনের মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ ফাইভ পেয়েছেন।
