ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ভেনেজুয়েলার পর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই জয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলার পর উন্নতি হয়েছে বাংলাদেশেরও। যদিও বাছাই পেরুনোর স্বপ্ন গুঁড়িয়ে গেছে, কিন্তু এক ধাপ অগ্রগতি হয়েছে হাভিয়ের কাবরেরার দলের। বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা শুক্রবার র‍্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে। এতে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তিন থেকে দুইয়ে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থান থেকে এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ফ্রান্স।

র‍্যাংকিং হালনাগাদের আগে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জেতার পর পুয়ের্তো রিকোর বিপক্ষে গোল উৎসব করে বিশ্ব চ্যাম্পিয়নরা। একপেশে ম্যাচে লিওনেল স্কালোনির দল জেতে ৬-০ গোলে।

এবারের উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম লেগে জাতীয় স্টেডিয়ামে ৪-৩ গোলে হারে বাংলাদেশ। ফিরতি লেগে হংকংয়ের মাঠে ১-১ ড্র করে হাভিয়ের কাবরেরার দল। যার সুবাদে ১৮৪ থেকে ১৮৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে সেরা পাঁচে আছে ইংল্যান্ড (চতুর্থ) ও পর্তুগাল (পঞ্চম)। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের অবশ্য অবনমন হয়েছে এক ধাপ, সেলেসাওরা বর্তমানে আছে সপ্তম স্থানে।

দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারানোর পর জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারে কার্লো আনচেলত্তির দল।