মিরপুরে এমন উইকেট আগে দেখেননি স্যামি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

মিরপুরের উইকেট বরাবরই রহস্যে মোড়া! এবার যেন ছাপিয়ে গেছে সবকিছুকে। গতকাল শুক্রবার অনুশীলনের দিন সেটিই টের পেল ওয়েস্ট ইন্ডিজ দল। অধিনায়ক শেই হোপ এখনও উইকেট না দেখলেও দেখেছেন কোচ ড্যারেন স্যামি এবং দেখে যে খুব অবাক হয়েছেন তা বোঝা গেলো তার মন্তব্যেই। সংবাদ সম্মেলনে সরাসরি প্রশ্নটা করা হয় হোপকে, ‘উইকেট কেমন?’ অধিনায়ক মুচকি হেসে জবাব দিলেন, ‘এখনও দেখতে পারিনি, হয়তো মিনিট দশেক পর দেখব...।’ তবে তার পাশেই থাকা কোচ স্যামি মুখের চেনা হাসি থেকে বেরিয়ে এল এক অচেনা সত্য, ‘এরকম কিছু আগে কখনও দেখিনি।’

বাংলাদেশে পা রেখেছেন গত বুধবার, পরের দিন বৃহস্পতিবারই মিরপুরের উইকেট প্রথমবার দেখেছেন স্যামি। গতকাল আবার মাঠে নেমে খুঁটিয়ে দেখলেন প্রতিটি ইঞ্চি। ব্যাটার হিসেবে, অধিনায়ক হিসেবে, বিপিএলের অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে, এই মাঠের চরিত্র তার চেনা। কিন্তু এবার যেন পুরোই বদলে গেছে ছবিটা। স্যামির কণ্ঠেই প্রকাশ পেল সেই বিস্ময়, ‘অধিনায়ক এখনও উইকেট দেখেনি, তবে আমি দেখেছি। জানি না, ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারব কি না। তবে এমন কিছু আগে কখনও দেখিনি। আমরা সবাই জানি, উপমহাদেশের চ্যালেঞ্জ কেমন, বিশেষ করে ব্যাটারদের জন্য। আমার মনে হয়, ভারত থেকে আসায় ছেলেদের এবার কিছুটা সুবিধা হবে। ছেলেরা এই ধরনের বা সবচেয়ে কাছাকাছি ধরনের কন্ডিশনে অভ্যস্ত হয়ে এসেছে।’ ভারতের টেস্ট সিরিজ শেষে দলটা এখন অনেকটা মানিয়ে নেওয়া মুডে। তাই নতুন পরিবেশে প্রস্তুতির তেমন ঘাটতি নেই বলে মনে করছেন ক্যারিবিয়ান কোচ। তবুও সতর্ক কণ্ঠে অধিনায়ক হোপ বলেন, ‘কোচের সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে, মনে হচ্ছে আমরা যেমন উইকেটে খেলে অভ্যস্ত, এর চেয়ে ভিন্ন হবে উইকেট। ব্যাপারটি হলো, কত দ্রুত আমরা মানিয়ে নিতে পারি। বিদেশের কন্ডিশনে এরকম উইকেট যখন আমরা পাচ্ছি, মূল ব্যাপার হলো মানিয়ে নেওয়া, বিশেষ করে ব্যাটিং গ্রুপ হিসেবে দ্রুত উইকেট পড়তে পারা এবং সেই অনুযায়ী খেলা।’ স্যামি অবশ্য উইকেট নিয়ে চিন্তা না করে দলের মানসিকতা ও আত্মবিশ্বাস নিয়ে ভাবছেন, ‘জানি না, এটিকে কীভাবে বর্ণনা করব। তবে আমি যেটা বলতে পারি, উইকেটকে আমরা আমাদের মাথায় ঢুকতে দেব না। যেখানেই যাই না কেন, আমাদের মন্ত্র তো একই, কন্ডিশন যা পাওয়া যাবে, দ্রুত বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে এবং এরপর সিদ্ধান্ত নিতে হবে, সফল হওয়ার জন্য কোন স্কিলসেট এখানে প্রয়োজন।