‘এমবাপ্পের ওপর নির্ভরশীল নয় রিয়াল মাদ্রিদ’

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই যেন কিলিয়ান এমবাপ্পের গোল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ১৫ গোল করে ফেলেছেন ফরাসি এই তারকা। তাতে মনে হচ্ছে, দলটি যেন এখন পুরোপুরি এমবাপ্পে নির্ভর হয়ে পড়েছে। তবে এই ধারণা পছন্দ নয় স্প্যানিশ ক্লাবটির কোচ শাবি আলোন্সোর। এবারের লা লিগায় দলের ৯ ম্যাচের সবগুলো খেলে সর্বোচ্চ ১০টি গোল করেছেন এমবাপ্পে, দলের অন্যরা মিলে করেছেন বাকি ১০ গোল। সঙ্গে ২টি অ্যাসিস্টও করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। একটি ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচেই তিনি জালের দেখা পেয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে একটি হ্যাটট্রিকসহ করেছেন ৫ গোল। সবশেষ ম্যাচে গেতাফের বিপক্ষে গত রোববার রিয়ালের জয়সূচক একমাত্র গোলটিও করেন এমবাপ্পে। এমন পরিসংখ্যানের আলোকে তাই এখনকার রিয়াল মাদ্রিদ দলকে এমবাপ্পে নির্ভর মনে হতেই পারে। কিন্তু গেতাফে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ আলোন্সো বললেন, এমন ভাবনা তার একদমই পছন্দ নয়। ‘আমরা এমবাপ্পেকে নিয়ে খুবই খুশি। গোলই ম্যাচ জেতায়; কিন্তু মানুষ বলবে আমরা এমবাপ্পের ওপর নির্ভরশীল, তা আমার পছন্দ নয়। (দলের সবার) অনেক পরিশ্রম আছে।’ সবশেষ ম্যাচেও খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর ধারা ধরে রাখেন আলোন্সো। ভিনিসিউস জুনিয়র ও আর্দা গিলেরকে বেঞ্চে রেখে, শুরুর একাদশে জুড বেলিংহ্যাম ও রদ্রিগোকে খেলান তিনি। গেতাফের মাঠে অনেক চেষ্টার পর, প্রতিপক্ষের একজন লাল কার্ড দেখার পর, কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। দলের পারফরম্যান্স খুব বেশি সন্তোষজনক না হলেও, জয়ের পথে থাকতে পেরে খুশি আলোন্সো। ‘গেতাফের মাঠে খেলা সহজ নয়। ম্যাচটা হয়তো খুব আকর্ষণীয় হয়নি, কিন্তু আমরা লক্ষ্যে স্থির ছিলাম এবং যা করণীয় তা করতে পেরেছি। এই জয় আমাদের সপ্তাহটা দারুণভাবে শুরু করতে সাহায্য করবে।’