স্পিন বোলিংয়ে বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ম্যাচ দিয়ে স্পিন বোলিংয়ে বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলমান। প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছে টাইগাররা। গতকাল অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ম্যাচ। তবে দুই দলের এই সিরিজে সবচেয়ে বেশি আলোচনা পিচ নিয়ে।
শেরে বাংলার কালো মাটির পিচে রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে ব্যাটারদের। বরাবরের মত স্পিন বোলাররাই এই উইকেটে বেশি সুবিধা পাচ্ছেন। আর সেই সুবিধা নিতে গিয়ে গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ডই গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারই বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে স্পিনারদের সবেচেয়ে বেশি বোলিং করার রেকর্ড এটিই। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের।
