আম্পুটি ফুটবল উৎসব

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

কেউ স্ক্র্যাচে ভর করে খেলেছে। আবার কেউ লাঠি হাতে ভর দিয়েই ফুটবল নিয়ে মেতেছে। শারীরিক এমন প্রতিবন্ধী ফুটবলারদের এক ফুটবল উৎসবে মেতে উঠেন ৪৫ জন আম্পুটি ফুটবলার।

গত সোমবার ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) আয়োজনে জাতীয় সংসদ ভবনের পাশে ফাইয়াজ স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও ট্র্রায়াল শেষে ২০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। যারা আগামীতে ঘরোয়া ও আন্তর্জাতিক আসর মাতাবেন। সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ অঙ্গহীন ফুটবলাররে অনুষ্ঠানে এসে আবেগে আপ্লুত। তার কথা, ‘আমাদের আল্লাহ সবদিয়েছেন। আমরা দেশের তারকা হয়েছি ফুটবল খেলে। তবে শারীরিকভাবে প্রতিবন্ধীরাও যে এত ভালো ফুটবল খেলে, তা এখানে না আসলে দেখতে পেতাম না। আমি এই খেলোয়াড়দের সঙ্গে থাকব সব সময়।’

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির ও কায়সার হামি।

এ সময় সাবেক ফুটবলার মামুনুল ইসলাম, ম্যাঙ্গোলাইন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইয়াকুব সুজন ভূঁইয়া, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের প্রতিষ্ঠাতা ও সিইও শারমিন ফারহান, আইসিআরসির ম্যানেজার সুভাষ সিনহা, এনপিসির সাধারণ সম্পাদক ড. মারুফ আহমেদ এবং যুগ্ম সম্পাদক ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।