চ্যালেঞ্জ লিগে খেলতে কুয়েত গেল কিংস
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে গতকাল মঙ্গলবার কুয়েত গেল কিংস। গত শনিবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশর একমাত্র প্রতিনিধি কর্পোরেট এই দলটি। চ্যালেঞ্জ লিগে কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল হলো- ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসার এফসি।
শনিবার প্রথম ম্যাচে আল সিবের বিপক্ষে কিংস খেলবে সন্ধ্যা ৭টায়। ম্যাচটি জাবের আল মুবারাক আল হামা স্টেডিয়ামে গড়াবে। ২৮ অক্টোবর কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আল আনসারের বিপক্ষে। আর ৩১ অক্টোবর শেষ ম্যাচে তারা মোকাবিলা করবে স্বাগতিক দল আল কুয়েতের। পাঁচ গ্রুপ থেকে আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। এর আগে প্রিলিমিনারি স্টেজে সিরিয়ান ক্লাব আল কারামাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে ওঠে কিংস। বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী হেরে বিদায় নেয় প্রাথমিক স্টেজেই। এএফসি প্রতিযোগিতায় যাওয়ার আগে ঘরোয়া লিগের খেলায় সোমবার ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে চলতি মৌসুমে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ জেতা কিংস। এবার এএফসি মঞ্চে দারুণ কিছুর প্রত্যাশায় দেশ ছাড়ছে দলটি।
