জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি
হঠাৎ ভেন্যু সংকটে বাফুফে!
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে একই দিনে দুটি ম্যাচ হতে যাচ্ছে ঢাকায়। জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অন্যদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে আফগানিস্তান ও মিয়ানমারের ম্যাচ। এই ম্যাচ দিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসাবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে। তবে সেই ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে হামজা-জামালরা। আর সেই ম্যাচের ভেন্যু নিয়ে বিপাকে পড়েছে বাফুফে। কারণ, ৮-১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ থাকায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে সংকট তৈরি হয়েছে।
আর্চারি ফেডারেশন ৮-১৪ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে তারা কয়েক মাস আগেই অনুমতি পত্র নিয়েছে। ফলে এই ভেন্যুতেই এশিয়ান আর্চারি করতে চান ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, ‘এশিয়ান আর্চারি ফেডারেশন থেকে আমাদের এই ভেন্যু এরইমধ্যে স্বীকৃতি। এই ভেন্যুকে কেন্দ্র করেই আমরা আবাসন, নিরাপত্তা ও অন্য পরিকল্পনা বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছি। ফুটবল ফেডারেশন যদি আমাদের সঙ্গে সমন্বয় করে ম্যাচ আয়োজন করতে পারে করবে কিন্তু আমাদের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সময়সূচি পরিবর্তন করা সম্ভব না।’
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান নির্বাহী সদস্য গোলাম গাউস। তিনি বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে বলেন, ‘১২-১৪ নভেম্বরের মধ্যে আমরা ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজন করতে চাই। আর্চারির সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। তাদের সঙ্গে উভয় পক্ষের জন্য মঙ্গলজনক একটি পথ বের করতে হবে।’
বাফুফে ১৪ নভেম্বরের মধ্যে ম্যাচ আয়োজন করলে কিছু বিষয় ছাড় দিতে হবে অথবা সাংঘর্ষিক হবে। কারণ আন্তর্জাতিক ম্যাচের দিন এবং আগের দিনও ভেন্যু ম্যাচ কমিশনারের অধীনে থাকে। ১৪ নভেম্বর আর্চারির পদক নিষ্পত্তির খেলা থাকবে। ফলে ম্যাচের দিনও জাতীয় স্টেডিয়ামে আর্চারির কর্মকাণ্ড চলবে। এ নিয়ে আর্চারি ফেডারেশনে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের খেলা বিকাল পর্যন্ত। বাফুফে যদি রাতে খেলা আয়োজন করতে পারে আমাদের আপত্তি নেই। যতটুকু সম্ভব আমরা সহায়তা করব।’
জাতীয় স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান উদ্ভুত সমস্যা সম্পর্কে বলেন, ‘একই সময়ে দুটি খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পর্কে আমরা অবগত। যেহেতু আর্চারি ফেডারেশনকে আগে অনুমতি দেওয়া হয়েছে এবং এশিয়ান আর্চারিতে ত্রিশটির বেশি দেশ আসবে। ফলে এশিয়ান আর্চারি জাতীয় স্টেডিয়ামে এখন পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের এমনটাই অবস্থান।’
১৮ নভেম্বর ভারত ম্যাচ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঐ ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে হামজারা খেলতে পারলে দলীয় সমন্বয় ও প্রস্তুতি অনেকটাই পূর্ণাঙ্গ হতো। এই বিষয়টিও বিবেচনায় রয়েছে এনএসসির, ‘আর্চারির টুর্নামেন্ট চলাকালীন সময়ে উভয় (ফুটবল-আর্চারি) ফেডারেশনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নির্দেশনা বজায় রেখে ফুটবল ম্যাচ আয়োজন করা সম্ভব হয় কি না সেটাও আমরা দেখব। যদি সম্ভব না হয়, তাহলে ফুটবল ম্যাচ অন্যত্র আয়োজনের বিকল্প ভাবতে হবে।’
২০১৭ সালে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ জাতীয় স্টেডিয়ামেই করেছে আর্চারি ফেডারেশন। বছর চারেক আগে অবশ্য আর্মি স্টেডিয়ামে হয়েছে এই আসর। এবার এখন পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ভেন্যু থাকলেও একান্তই ফুটবলের সঙ্গে সমন্বয় না হলে আর্মি স্টেডিয়ামেও বিবেচনা রয়েছে। ‘আর্চারি জাতীয় স্টেডিয়ামেই আয়োজনের প্রথম পছন্দ ও প্রাধান্য। এরপরের বিকল্প আর্চারি সময়ের মধ্যেই ফুটবল ম্যাচ আয়োজন। সেটা সম্ভব না হলে ফুটবল ম্যাচ অন্য ভেন্যুতে স্থানান্তর। একেবারে সর্বশেষ বিকল্প হচ্ছে আর্চারি আর্মি স্টেডিয়ামে স্থানান্তর’, বলেন পরিচালক ক্রীড়া।
