অভিষেকেই ৯২ বছরের রেকর্ড ভাঙলেন আসিফ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

সর্বশেষ ৭০ বছরে আসিফ আফ্রিদির চেয়ে বেশি বয়সী ক্রিকেটারের অভিষেক হয়নি পাকিস্তানে। রাওয়ালপিন্ডি টেস্টের একাদশে জায়গা করে নিয়ে ইতিহাসে নাম লেখিয়েই ক্ষান্ত হলেন না তিনি বল হাতে আলো ছড়িয়ে ৯২ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের বাঁহাতি এই স্পিনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট দিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে অভিষেক হয় আফ্রিদির। এতেই ইতিহাসের একটি পাতায় নাম উঠে যায় তার। গত ৭০ বছরে এত বেশি বয়সে টেস্ট অভিষেক হয়নি পাকিস্তানের কোনো ক্রিকেটারের। দেশটির জার্সিতে আফ্রিদির চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হয়েছে কেবল একজনের, ৪৭ বছর ২৪৮ দিন বয়সে অফ স্পিনার মিরান বাখশের।

এরপর বল হাতেও নিজের সামর্থ্যরে প্রমাণ দেন আফ্রিদি। প্রথম ইনিংসে ৭৯ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে এত বেশি বয়সে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি নেই কারো। এখানে আগের রেকর্ডটি প্রায় ৮ যুগ পুরনো। ১৯৩৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ৬ উইকেট নিয়েছিলেন ইংলিশ লেগ স্পিনার চার্লস ম্যারিয়ট। ওই ম্যাচ ৩৭ বছর ৩৩২ দিন বয়সে খেলতে নেমেছিলেন তিনি। ইংল্যান্ডের জার্সিতে ওই একটি ম্যাচই খেলেছিলেন ম্যারিয়ট।

পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটি এতদিন ছিল নোমান আলির।