আন্তর্জাতিক বাস্কেটবলে বিকেএসপি সেরা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

পঞ্চম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল বুধবার অনুষ্ঠিত ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রাজশাহীর ফরহাদ বাস্কেটবল অ্যাকাডেমিকে ৫৯-৫১ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।
টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী খেলায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৭৯-৬৩ পয়েন্টে বিকেএসপি বি দলকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতায় ৫টি বিশ্ববিদ্যালয় দল ১টি একাডেমি দল, ১টি জেলা পর্যায়ের দল ও বিকেএসপির ২টি দলসহ মোট ৯টি দর অংশগ্রহণ করে।
