ভারতে ব্যর্থ বাংলাদেশের অ্যাথলেটরা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
দেশের মাটিতে দ্রুততম মানব ও মানবী হন তারা। হয় রেকর্ডের ছড়াছড়ি। অথচ বিদেশের মাটিতে সেই অ্যাথলেটরাই নিষ্প্রভ। সাউথ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ফের ফুটে উঠল দেশের অ্যাথলেটিকসের রুগ্ন চিত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছয় দেশের টুর্নামেন্টে চারটি ইভেন্টে অংশ নিয়ে একটিতেও পদক জিততে পারেনি বাংলাদেশ। সামনেই পাকিস্তানে সাউথ এশিয়ান (এসএ) গেমস। ভালো করার প্রত্যয়ে ক্যাম্পও চলছে। তবে গেমসে যাওয়ার আগে সাফের এই অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ছিল লাল সবুজের অ্যাথলেটদের অন্যতম একটি পরীক্ষার জায়গা। কিন্তু দুর্ভাগ্য তাদের।
পাকিস্তানহীন এই টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা। আগের দিন নারী ও পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ১৬ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার হিটে দৌড়ই শেষ করতে পারেননি।
কয়েক মিটার দৌড়ে ট্র্যাক থেকে বেরিয়ে যান। নতুন দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ানেরও করুন দশা। প্রাথমিক পর্ব পেরিয়ে ফাইনালে উঠেছিলেন। ফাইনালে ১২.৩৫ সেকেন্ড দৌড়ে আট জনের মধ্যে ষষ্ঠ হন।
