সিতোরিউ কারাতের কার্যক্রম নিষিদ্ধ!
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের কার্যক্রম নিষিদ্ধ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসানের সই করা এক প্রজ্ঞাপনে (স্মারক নং- ৩৪.০৩.০০০০.০০০.০০৪.৫৫.০০৩৫.২৪.৭২৩) এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ‘ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের অনুমোদিত কারাতের বিভিন্ন স্টাইল যেমন- সোতোকান, সিতোরিউ, ওয়াদোকাই, গোজোরিউ, খিউকুশিন বাংলাদেশ কারাতে ফেডারেশনের আওতাভুক্ত।
ফেডারেশনের অনুমোদিত গঠনতন্ত্রের ধারা ৪.২ ও ৪.৩ মোতাবেক, বাংলাদেশ কারাতে ফেডারেশন ব্যতীত অন্য কোনো সংস্থা বা ক্লাব জাতীয় কারাতের আয়োজন করতে পারবে না। এছাড়া সিতোরিউ কারাতে জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে জেলা ও বিভাগে যে চিঠি দিয়েছে, সেখানে জাতীয় ক্রীড়া পরিষদের লোগো ব্যবহার করা হয়। তাদের এমন কার্যক্রমে কারাতে ফেডারেশনের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। তাই সিতোরিউ কারাতের এমন কার্যক্রমের কোনো বৈধতা নেই।
