আফগানিস্তান আসছে না, বদলে গেল প্রতিপক্ষ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। নিরপেক্ষ ভেন্যু ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের মখোমুখি হবে আফগানিস্তান। তার আগে বাংলাদেশের বিপক্ষে আফগানদের একটি ফিফা প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্তও চূড়ান্ত। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের কারণে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারির নির্ধারিত খেলা অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও চলছিল। ঠিক এমন সময় বেকে বসেছে মিয়ানমার। বাংলাদেশে এসে আফগানিস্তানের বিপক্ষে খেলতে অসম্মতি জানিয়েছে তারা। মিয়ানমারের আপত্তিতে আফগানিস্তান ও এশিয়ান ফুটবল কনফেডারেশন ভিন্ন ভেন্যুর সন্ধানে নেমেছে। মিয়ানমার কিছু কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেলতে চায়নি বলে জানা গেছে। মিয়ানমার বাংলাদেশে না আসলে আফগানিস্তানও আসবে না। ফলে ১৩ নভেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ হচ্ছে না। তাই এখন ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রীতি ম্যাচে লাল সবুজ দলের প্রতিপক্ষ বদলে গেছে। নেপালের সঙ্গে খেলবে হামজা-জামালরা। প্রথমেই নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (এএনএফএ) সঙ্গে যোগাযোগ করে বাফুফে। শেষ পর্যন্ত নেপাল দলকে রাজি করাতে সক্ষম হয় ১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ দলের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। তিনি বলেন, ‘নেপাল আমাদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি খেলবে। এএনএফএর সঙ্গে কথা বলার পর আমরা বিষয়টি নিশ্চিত করতে পেরেছি। বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ঢাকায় খেলতে চায়নি মিয়ানমার। যেহেতু এএফসি ম্যাচটির আয়োজক ছিল আফগানিস্তান, তাই তাদের মধ্যেই যোগাযোগ হয়।