হংকংয়ে বাংলাদেশের অধিনায়ক আকবর
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন হংকং সিক্সাসের আসন্ন আসরের জন্য দল ঘোষণা করেছে। টুর্নামেন্টটি আগামী ৭-৯ নভেম্বর হংকংয়ের টিন কোয়ং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। গতকাল সোমবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে। হংকং সিক্সেস টুর্নামেন্টে কখনও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। গত বছর সেমিফাইনালে ওঠাই এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য। গত বছর এই টুর্নামেন্টে খেলা পেসার আবু হায়দার রনিকে রাখা হয়েছে দলে। ওপেনার জিসান আলমও আছেন। গত বছর জিসানও এই টুর্নামেন্টে ভালো করেন। ৭৬ গড়ে করেন ১৫২ রান, পাশাপাশি চার ম্যাচে নেন ৬ উইকেট। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবারও জায়গা পেয়েছেন দলে। গত বছরের টুর্নামেন্টে চার ম্যাচে ৩ উইকেট নেন সাইফউদ্দিন। বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই খেলা মোসাদ্দেক হোসেনও আছেন দলে।
