বাংলাদেশ ব্যাংক চ্যাম্পিয়ন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলদেশ ব্যাংক। সম্প্রতি মিরপুরের মেহফিল কনভেনশন হলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ২৪টি স্বর্ণ, ২২টি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে সেরা হয় তারা। ১৬টি স্বর্ণ, ১২টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক মো. সিরাজুল ইসলাম।

এ সময় সিতোরিউ কারাতে ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি শেখ ওয়াহেদ আলী, সমলেম হোসেন বিশ্বাস, অজয় দে, সাধারণ সম্পাদক শিহান মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, ফরমান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।