এশিয়ান আর্চারি

সাগর-ইতিদের নিয়ে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চার বছর পর ফের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ১৬ জনের দল দিয়েছে আর্চারি ফেডারেশন। আলিফ-সাগর-শিমুণ্ডবন্যাদের কাঁধে দেশকে পদক এনে দেওয়ার দায়িত্ব। উন্নত জীবনের আশায় তারকা আর্চার রোমান সানা, দিয়া সিদ্দিকী, হাকিম আহমেদ রুবেলরা পাড়ি জমিয়েছেন বিদেশ-বিভূইয়ে। ফলে এবার প্রত্যাশা তুলনামূলকভাবে ‘অনভিজ্ঞ’দের ঘিরে।

আগামী ৮ নভেম্বর এশিয়ান আর্চারি শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ভেন্যুতে- জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়াম। ২০১৭ সালের আসরও আয়োজন করেছিল বাংলাদেশ; সেবার কোনো পদক মেলেনি। ২০২১ সালে দ্বিতীয় আসরে একটি রুপা ও ২টি ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ; রিকার্ভ মিশ্র দ্বৈতে দিয়া ও রুবেল পেয়েছিলেন রুপা এবং ছেলে ও মেয়েদের দলগত রিকার্ভে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ।

রিকার্ভ পুরুষ দল : আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, মোহাম্মদ রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহা।

রিকার্ভ মহিলা দল : সিমা আক্তার শিমু, মোছাম্মাৎ ইতি খাতুন, সোনালি রায় ও মোসাম্মাৎ আরভি আক্তার।

কম্পাউন্ড পুরুষ দল : মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মাদ আসিফ মাহমুদ।

কম্পাউন্ড মহিলা দল : বন্যা আক্তার, পুষ্পিতা জামান, মোছাম্মাৎ কুমসুম খাতুন ও মিথিলা আক্তার।

কোচ : মার্টিন ফ্রেডরিখ (প্রধান কোচ), মোহাম্মাদ নুর-এ আলম, মোহাম্মাদ হাসান ও রিমা আক্তার। উইং কমান্ডার মোহাম্মাদ একরামুল আলম (টিম ম্যানেজার)।