রোনালদো পুত্রের নতুন অধ্যায় শুরু
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

ফুটবল দুনিয়ায় ‘রোনালদো’ নামটি যেন এক উত্তরাধিকার। মাঠে গর্জে ওঠে গোল, আলো ঝলমল ক্যারিয়ার, আর গর্বিত এক পরিবার। এবার সেই পরিবারের আরেক সদস্যও পর্তুগালের জার্সি গায়ে নাম লেখালেন আন্তর্জাতিক মঞ্চে। মাত্র ১৫ বছর বয়সেই বাবার দেশের হয়ে প্রথমবার মাঠে নামলেন রোনালদো জুনিয়র, সংক্ষেপে ‘ক্রিশ্চানিনহো’। এরমধ্যে দিয়ে বাবার স্বপ্ন পূরণে যাত্রা শুরু হলো তার। সাম্প্রতিক সময়ে দেওয়া সাক্ষাৎকারে বেশ কয়েকবারই বড় ছেলে রোনালদো জুনিয়রের সঙ্গে খেলার ইচ্ছা জানিয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বাবার পথেই ফুটবলে আসার যাত্রাটা আগেই শুরু হয়েছিল রোনালদো জুনিয়রের। কিশোর বয়স থেকে প্রতিভাও দেখাতে শুরু করেছে। এর আগে রোনালদো ছেলের সঙ্গে খেলার কথা জানিয়ে বলেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করব, তবে এটি এমন কিছু নয় যে, যা পূরণের স্বপ্নে আমি রাত জাগব। স্বপ্ন পূরণের বিষয়টি আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে। সময় চলমান এবং একদিন আমাকে থামতেই হবে।’
গত বৃহস্পতিবার তুরস্কের বিপক্ষে আনাতালিয়ায় রোনালদো জুনিয়র অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামে। তার মাঠে নামার আগেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে পর্তুগাল। গোল দুটি করেন স্যামুয়েল তাভারেস ও রাফায়েল ক্যাব্রাল। বাবার ক্লাব আল নাসরের যুব একাডেমির হয়ে ফরোয়ার্ডের ভূমিকায় খেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। অনূর্ধ্ব-১৬ দলের টুর্নামেন্ট ফেডারেশন কাপে এটাই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। এরপর শনিবার তারা ওয়েলস এবং শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এর আগে চলতি বছরের শুরুতে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলতে নেমে গোল করেছিল রোনালদো জুনিয়র। অন্যদিকে, তার বাবা সম্প্রতি আল নাসরের হয়ে ৯৫০তম গোল পেয়ে গেছেন। ছুটছেন স্বপ্নের ফিগার ১০০০-এর দিকে। এক সময় ইউরোপ মাতানো রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন।
