ছেলের ছয় ঘণ্টা পর বাবা রোনালদোর গোল

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

কয়েকদিন আগে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে জুনিয়র রোনালদোর। তুরস্কের ফেডারেশন কাপে খেলছে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শেষ সময়ে রোনালদো জুনিয়রকে মাঠে নামায় কোচ। কয়েক মিনিটের জন্য মাঠে নেমেই ভক্তদের মন জয় করেছে জুনিয়র রোনালদো। এবার প্রথমার্ধের শুরুতে নেমেই গোল পেলেন রোনালদো পুত্র। তাই গতকাল ১ নভেম্বর দিনটি ক্রিস্টিয়ানোর জন্য বিশেষ কিছু। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের উজ্জ্বলতম অধ্যায়ের শুরুটা ছিল যে ম্যানচেস্টার ইউনাইটেডে, সে দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন ২০০৩ সালের এই দিনেই। ২২ বছর পর সেই একই দিন ক্রিস্টিয়ানোর রোনালদোর জন্য ফিরে এসেছে আরও আনন্দময় হয়ে। এবার ১ নভেম্বর পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম গোল করেছে ক্রিস্টিয়ানোর ছেলে রোনালদো জুনিয়র। শুধু ছেলেই নয়, একই দিন মাঠে নেমে গোল করেছেন বাবা রোনালদো নিজেও।

ক্রিস্টিয়ানোর বড় সন্তান রোনালদো জুনিয়রের পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হয়েছে তিন দিন আগেই। তবে তুরস্কের বিপক্ষে ফেডারেশন কাপের সেই ম্যাচে তাকে নামানো হয়েছিল শেষ দিকে বদলি হিসেবে। গতকাল একই টুর্নামেন্টে ওয়েলসের বিপক্ষে অবশ্য প্রথমার্ধেই নামার সুযোগ পেয়েছে রোনালদো জুনিয়র। ৪২ মিনিটে তার গোলেই ম্যাচে এগিয়ে যায় পর্তুগাল অনূর্ধ্ব-১৬। সতীর্থ কার্লোস মইতার পাস থেকে বল পেয়ে ডান পায়ের নিচু শটে বল জালে পাঠায় রোনালদো জুনিয়র। ম্যাচটি পর্তুগাল ৩-০ গোলে জিতেছে।