সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্রিকেটারের

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

কয়েকদিন আগে অনুশীলনের সময় ঘারে বলের আঘাতে প্রাণ হারান অস্ট্রেলিয়ার তরুণ উদীয়মান ক্রিকেটার বেন অস্টিন। এই মৃত্যু গোটা ক্রিকেটবিশ্বকে নাড়া দিয়েছিল। সেই কাটতে না কাটতেই এবার ভারতের ত্রিপুরা রাজ্য দলের সাবেক অধিনায়ক রাজেশ বনিক পরপারে পাড়ি জমালেন। পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ৪০ বছরের এই ক্রিকেটারের। ত্রিপুরার হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন রাজেশ।

নেতৃত্ব দিয়েছেন দলকে। খেলা ছাড়ার পর অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে খুব সমৃদ্ধ রেকর্ড নয় রাজেশের। তবে বয়সভিত্তিক ক্রিকেটে সমগ্র ভারতের সম্ভাবনাময় ক্রিকেটারদের একজন ছিলেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন তিনি আম্বাতি রায়ডু, ইরফান পাঠানদের সঙ্গে। ২০০০ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব-১৫ আসরে খেলেছেন। ভারতের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইংল্যান্ড সফরেও গেছেন।