এককে খই খই মোহতাসিন চ্যাম্পিয়ন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপ টেবিল টেনিসের ছেলেদের এককে মোহতাসিন আহমেদ ও মেয়েদের এককে চ্যাম্পিয়ন খই খই মারমা। গতকাল সোমবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ছেলেদের এককের ফাইনালে মোহতাসিন আহমেদ সরাসরি ৩-০ সেটে আরেক সেরা খেলোয়াড় রামহিম লিয়ন বমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

অন্যদিকে মেয়েদের ফাইনালে সোনম সুলতানার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন খই খই মারমা। যদিও শেষ পর্যন্ত খই খই ৩-২ সেটে সোনম সুলতানাকে হারিয়ে শিরোপা জিতে নেন। এদিকে পুরুষদের দলগতে সেনাবাহিনী ৩-০ সেটে আনসারকে হারিয়ে শিরোপা জিতে নেয়। আর মেয়েদের দলগতে আনসার ৩-২ সেটে সেনাবাহিনীর মেয়েদের হারিয়ে শিরোপা জিতে নেয়।