বিপিএলে ফ্র্যাঞ্চাইজি হওয়ার দৌড়ে আট কর্পোরেট হাউস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র জমা হয়েছিল ১০টি। ২৮ অক্টোবর রাতে বিসিবির বরাত দিয়ে ওই ১০ দলের নাম জাগোনিউজসহ বেশ কয়েটি প্রচার মাধমে এসেছে; কিন্তু নির্ধারিত সময়ের ভেতরে ‘পে অর্ডার’ বোর্ডে জমা দেওয়ার পর রাত ৮টা নাগাদ আরও একটি কর্পোরেট হাউস এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করে এবং বিপিএল গভর্নিং কাউন্সিল ওই আবেদন গ্রহণও করেছে। মোটকথা, শেষ পর্যন্ত বিপিএলে ফ্র্যাঞ্চাইজি স্বত্ত কিনতে আগ্রহী কর্পোরেট হাউজের সংখ্যা দাড়ায় ১১টিতে। তারমধ্য থেকে ৩টি আগ্রহী কোম্পানি বাতিল হয়ে গেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু সাংবাদিকদের জানান, তিনটা কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি।