ডিআরইউ ক্যারম এককে চ্যাম্পিয়ন আলোকিত বাংলাদেশের ফারুক আলম
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে পেশাদার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজনে ক্রীড়া উৎসব। এবারের উৎসবে পৃষ্ঠপোষকতা করেছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। ফলে উৎসবের নামকরণ করা হয়েছে ‘ভিসতাণ্ডডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫’। গতকাল বুধবার ডিআরইউ’র ক্রীড়াকক্ষে পুরুষ ক্যারম এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদক ফারুক আলম। এ নিয়ে তিনি মোট দুইবার ক্যারম এককে চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে ২০২২ সালে পুরুষ একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছিলেন ফারুক আলম।
ফাইনালে ফারুক আলম সরাসরি ২-০ সেটে পরাজিত করেন সাঈদ শিপনকে (জাগোনিউজ২৪ডটকম)। প্রথম গেমে তার অসাধারণ নৈপুণ্যে ৩০-০ পয়েন্টে হেরে যান সাঈদ শিপন। তবে দ্বিতীয় গেমে সাঈদ শিপন কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও ফারুকের নিকট ২৯-১৩ পয়েন্টে পরাজিত হন। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় সাজ্জাদ হোসেন (জিটিভি) ৩০-২০ পয়েন্টে সুজন কুমার কৈরীকে (প্রতিদিনের বাংলাদেশ) পরাজিত করেন। ডিআরইউ’র স্পোর্টস রুমে ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) এবং আমিনুল হক ভূঁইয়াসহ সদস্যরা।
