জাহানারার অভিযোগ গুরুতর
বললেন তামিম
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
নারী ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরুর দিকে ভূমিকা আছে জাহানারা আলমের। কিন্তু টাইগ্রেসদের সাবেক এ অধিনায়ক স্বাভাবিকভাবে তার ক্যারিয়ার শেষ করতে পারেননি। বিরুপ পরিস্থতির মুখোমুখি হয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি। সেখান থেকে একটি ভয়ঙ্কর অভিযোগ তুলে সাবেক এ পেসার বলেন, গত ২০২২ সালের আইসিসি নারী বিশ্বকাপ চলাকালে তৎকালীন টিম ম্যানেজার ও নির্বাচক এবং বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম তাকে অশোভন প্রস্তাব দেন। সে প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তার ক্রিকেট ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ে বলেও অভিযোগ করেন তিনি।
একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক। তার অভিযোগ, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। এছাড়া তার ক্যারিয়ার ‘ধ্বংস করে দেওয়ার’ পেছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়ের ভূমিকা ছিল বলেও দাবি করেছেন জাহানারা। এসব ঘটনা বিসিবিকে বিস্তারিত জানিয়েও কোনো ব্যবস্থা পাননি-এটাই দাবি সাবেক অধিনায়কের। এই অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
এরইমধ্যে জাহানারার অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রিকেটে। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পুরুষ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি লেখেন, ‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সব কটিই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারও প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
স্ট্যাটাসে এরপর লেখা হয়, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে।
