আর্জেন্টিনা দলে দুই নতুন মুখ, আছেন মেসিও

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অ্যাঙ্গোলার বিপক্ষে আসছে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই ফরোয়ার্ড ওয়াকিন পানিচেলি ও জানলুকা প্রেস্তিয়ানি। ক্লাব ফুটবলের ব্যস্ততার মাঝেও দলে আছেন লিওনেল মেসি, যদিও জাতীয় দলের এবারের সূচিতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। অ্যাঙ্গোলায় আগামী শুক্রবার স্বাগতিক দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটির জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। ম্যাচটির জন্য মেসির ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দে পলকেও দলে ডেকেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। তবে দুজনকেই অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে স্কালোনির।

মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি বর্তমানে ব্যস্ত তিন রাউন্ডের প্লে-অফে। ন্যাশভিলের বিপক্ষে প্রথম দুই রাউন্ডের পর ১-১ সমতায় আছে তারা। বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকালের তৃতীয় রাউন্ডে জিততে পারলে ইস্টার্ন কনফারেন্সের সেমি-ফাইনালে উঠবে মায়ামি, সেই লড়াই হবে ২২ অথবা ২৩ নভেম্বর। গত মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময়ও এমএলএসের ব্যস্ততা চলছিল। তারপরও জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন দে পল ও মেসি। অবশ্য রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার ওই সূচিতে দুইটি প্রীতি ম্যাচের কেবল একটিতে খেলেছিলেন, তবে দে পল ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই ম্যাচেই খেলেছিলেন। এদিকে, এবারের ফিফা উইন্ডোর সময় লিগ চলমান রাখার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশন কর্তৃপক্ষ। এজন্য দেশের ঘরোয়া লিগের কোনো খেলোয়াড়কে স্কোয়াডে রাখতে পারেননি স্কালোনি। সাম্প্রতিক সময়ের উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দুয়ার খুলেছে পানিচেলি ও প্রেস্তিয়ানির জন্য। স্ত্রাসবুরের জার্সিতে চলতি মৌসুমে ১১টি লিগ ম্যাচ খেলে ৯ গোল করে লিগ আর গোলদাতার তালিকায় শীর্ষে আছেন পানিচেলি। আর বেনফিকার উইঙ্গার প্রেস্তিয়ানি গত মাসে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আলো ছড়ান। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের সেরা আর্জেন্টিনা গত মাসে দুটি প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে হারায়। চলতি বছরের শেষ ফিফা উইন্ডোতে একটি ম্যাচই খেলবে তারা। ২০২২ বিশ্বকাপ জয়ের নায়কদের একজন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে আসছে ম্যাচের দলে রাখেননি স্কালোনি।

অ্যাঙ্গোলা ম্যাচের আর্জেন্টিনা দল : গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়ালতার বেনিতেস। ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন বার্কো। মিডফিল্ডার: আলেক্সিস মাক আলিস্তের, মাক্সিমো পেরোনে, রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, নিকো পাস।