টানা হারে পিছিয়ে পড়লেন যুবারা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বোলাররা দারুন বোলিং করে লক্ষ্যটা নাগালের মধ্যেই রাখলেন। দ্বিতীয়বার পাঁচ উইকেটের স্বাদ নিয়ে বড় ভূমিকা রাখলেন ইকবাল হোসেন ইমন। কিন্তু ব্যাটাররা তার প্রতিদান দিতে পারলেন না। টপ অর্ডারে আরেকবার ব্যর্থ হলেন তারা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়িয়ে ব্যাটিংয়ে আবদুল্লাহ চেষ্টা করলেও তা যথেষ্ট হলো না। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হেরে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চতুর্থ যুব ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের জয় ৪৭ রানে। বগুড়ায় প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়া সফরকারী দল রাজশাহীতে টানা দুই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। টানা দ্বিতীয় সেঞ্চুরিতে আফগানিস্তানের আরেকটি জয়ের নায়ক ফায়সাল খান। তিন নম্বরে ১০ চার ও ৪ ছক্কায় ১১৬ বলে ১১২ রানের ইনিংস খেলে আবারও ‘ম্যান অব দা ম্যাচ’ হন ১৭ বছর বয়সি এই ব্যাটসম্যান। গতকাল শুক্রবার রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪০ ওভারে ৩ উইকেটে ১৯৩ রানের শক্ত অবস্থানে থেকে তিন বল বাকি থাকতে ২৫৮ রানে অলআউট হয় আফগানিস্তান। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়া ইকবাল এবার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫১ রানে নেন ৬টি। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে চতুর্থ সেরা বোলিং এটি। রান তাড়ায় বাংলাদেশ প্রথম আট ওভারের মধ্যে স্রেফ ৪০ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট! সেখান থেকে ৯ উইকেটে ২১১ পর্যন্ত যেতে পারে তারা আবদুল্লাহর নৈপুণ্যে।
