‘ক্যাম্পেই উঠতে পারলাম না জাতীয় দল তো দূরের কথা’

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ভুটানের লিগ খেলে এসে মাসুরা পারভীন এখন নিজ জেলা সাতক্ষীরায় রয়েছেন। সেখানে নিজের মতো করে ফিটনেস ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন তিনি। এরইমধ্যে বাফুফের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছেন। তবে চুক্তি বাড়ালে কী হবে? নারী দলের ক্যাম্পে উঠার সুযোগ হয়নি তার, জাতীয় দল তো দূরের কথা। এ নিয়ে আক্ষেপ রয়েছে মাসুরার। গতকাল শনিবার সাতক্ষীরাতে জিম সেশনে অংশ নেওয়ার আগে জাতীয় নারী দলের এই ফুটবলার বলেছেন, ‘আমি নিজের মতো করে ফিটনেস ধরে রাখার চেষ্টা করছি। এখানে তো সেভাবে সুবিধা কম। নতুন করে বাফুফের সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু ক্যাম্পেই উঠতে পারলাম না, জাতীয় দল তো দূরের কথা। সেখানে সুযোগের প্রশ্ন তো পরের বিষয়। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই।’ কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্বের কারণে সাবিনা-মাসুরারা ক্যাম্পের বাইরে অনেক দিন ধরে। দলে গ্রুপিং কিংবা সোশ্যাল মিডিয়াতে আসক্তির কথা আগে প্রকারান্তরে বলা হয়েছিল। কিন্তু মাসুরা বলছেন,‘গ্রুপিং কেন হবে। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। আর সোশ্যাল মিডিয়াতে কে নেই বলেন। ঋতুপর্ণা মনিকা সহ জুনিয়র প্রায় সবাই টিকটকসহ অন্য জায়গাতে আছে। আসলে যাকে দেখতে পারবেন না, তার সব খারাপ। আর যাকে দেখতে পারবেন, তার সবকিছুই ভালো!’ সম্প্রতি ফেসবুকে মাসুরা পোস্ট করে লিখেছেন, ‘মেনে নিলেই জীবন সুন্দর!’ এমন মন্তব্য নিয়ে তিনি বলেছেন, ‘এমনিতে লিখেছি। এটা তো সত্য আপনি যদি আপোন করেন, তাহলে সব ভালো, কোনো সমস্যা নেই। প্রতিবাদ কিংবা ব্যাখ্যা দিতে গেলে তখন খারাপ হতে হয়। তখন যতই সোনা মোড়ানো থাকেন না কেন, কিছু হবে না।’ ভুটানের লিগে খেলে ফিটনেস বা পারফরম্যান্স কেমন ছিল- এর উত্তরে মাসুরা বলেছেন, ‘ফিটনেস ঠিকই আছে। কেন এই কথা বলছেন, ঋতুপর্না কিংবা মনিকাদের ফিটনেসে তো সমস্যা হয়নি। তাহলে এমন প্রশ্ন কেন আসছে।’ এরপর নিজের কথা বলতে গিয়ে জানালেন, ‘সামনে সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ আছে, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপর ভাগ্যে কী আছে জানিনা। দেখা যাবে।’