পুরো জাতিকে গর্বিত করতে চান হামজা চৌধুরী
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

দেশের ফুটবলের ‘পোস্টারবয়’ হামজা চৌধুরীকে ঘিরেই এখন নতুন দিনের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ইংল্যান্ডে বেড়ে উঠলেও এই মিডফিল্ডার নিজের বুকে ধারণ করেন বাংলাদেশকে। লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে তাই তিনি এখন দেশেরই সন্তান, যিনি পুরো জাতিকে গর্বিত করার স্বপ্ন দেখেন। ফুটবলের সেই স্বপ্নযাত্রার পথেই গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টেলিকম কোম্পানি রবি আজিয়াটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হামজা। তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে হামজাকে ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। তিনি ভবনে ঢুকতেই উপস্থিত সাংবাদিক ও ভক্তরা তাকে ঘিরে ধরেন। অনেকেই ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটির এই তারকার সঙ্গে হাত মেলানোর জন্য উদগ্রীব ছিলেন। তবে ভক্তদের এমন ভিড় ও আগ্রহেও হামজার মুখে কোনো বিরক্তির ছাপ ছিল না, বরং তিনি হাসিমুখেই তা সামলেছেন। প্রতিবার বাংলাদেশে এসে মানুষের এই অকৃত্রিম ভালোবাসায় অভিভূত হন হামজা। তিনি বলেন, ‘আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়।’
পরিবারের সদস্যদের নিয়েও তিনি বলেন, ‘যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে ওরা বাংলাদেশে ফিরতে চায়। ইনশাআল্লাহ, তারা আগামী মার্চে আবার ফিরে আসবে।’ আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে গত সোমবার সন্ধ্যায় ঢাকায় আসেন হামজা। রবির অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তিনি তার লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন। হামজা বলেন, ‘প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই।’ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা বর্তমানে লেস্টার সিটির হয়ে মাঠ মাতাচ্ছেন। বাংলাদেশ জাতীয় দলে তিনি খেলেন ‘নম্বর এইট’ পজিশনে। চলতি বছরের ২৫ মার্চ ভারতের শিলংয়ে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে হামজার লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়। এরপর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচসহ সব মিলিয়ে তিনি দেশের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন। তার আগমনে দেশের ফুটবলে যে হারানো গৌরব ফিরতে শুরু করেছে, তার প্রমাণও মিলেছে। সম্প্রতি বাংলাদেশের একটি ম্যাচের সাধারণ গ্যালারির ১৮ হাজার ৩০০ টিকিট মাত্র ৩ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিল। দেশের ফুটবলে নিজের এই প্রভাবকে কীভাবে দেখেন?
হামজা বলেন, ‘সত্যি বলতে, এখনও অবাস্তব মনে হয়। আমি শুধু এই দেশের অংশ হতে চাই, গর্ব করতে চাই এবং যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে চাই। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য।’ উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় দল আগামীকাল ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। দুটি ম্যাচই ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
