বিপিএলে তিন কিস্তিতে ক্রিকেটারদের সম্মানী পরিশোধ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শেষ হয়েছে এ বছর ফেব্রুয়ারিতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত ৭ ফেব্রুয়ারি ফাইনাল হয়েছিল। এ বছর ডিসেম্বরে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। মূলত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জাতীয় নির্বাচন মাথায় রেখে টি-টোয়েন্টি লিগটি ডিসেম্বরে আয়োজন করতে হচ্ছে বলে জানান, বিপিএল গভর্নিং কাউন্সিল কর্মকর্তারা। এ বছর পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১৩তম আসরে সেটা বেড়ে সাত দলে উন্নীত হতে পারে। ফিরে আসতে পারে ফরচুন বরিশাল। যদিও বরিশালের নামের সঙ্গে ফরচুন থাকবে না। কারণ হলো এবার থেকে বিপিএলে দলের নাম বিসিবি ঠিক করে দিয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া গাইড লাইনে উল্লেখ করা হয়েছে, ১৩ থেকে ১৬তম আসরে দ্বাদশ আসরের অংশগ্রহণকারী দলগুলো দুজন করে দেশি-বিদেশি ক্রিকেটার রিটেইন করতে পারবে। সেক্ষেত্রে নতুন ফ্র্যাঞ্চাইজিদের দুজন করে দেশি বিদেশি সরাসরি সাইন করার সুযোগ রাখা হয়েছে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের ইমেজ পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ১০ কোটি টাকা করে ব্যাংক জামানত নিচ্ছে। ক্রিকেটারদের সম্মানী দিতে সময় ক্ষেপণ করলে বা না দিলে জামানত নগদায়ন করে বকেয়া পরিশোধ করা হবে। এবার বিপিএলে তিনটি কিস্তিতে ক্রিকেটারদের সম্মানী পরিশোধের নিয়ম রাখা হয়েছে। প্রথম কিস্তি চুক্তি করার সময়। মোট সম্মানীর ২৫ শতাংশ দিতে হবে প্রথম ধাপে। লিগের খেলা শেষ হওয়ার আগে দিতে হবে ৫৫ শতাংশ। টুর্নামেন্ট শেষ হওয়ার ৩০ দিনের ভেতরে ২৫ শতাংশ টাকা দেওয়ার নিয়ম রাখা হয়েছে। যদিও বিপিএলে ক্রিকেটারদের চুক্তি টুর্নামেন্ট শুরুর আগে হতে দেখা যায় না। গত আসরে লিগ শেষ হওয়ার আগে চুক্তি সম্পন্ন করা হয়েছিল।