এমবাপ্পের মাইলফলকের ম্যাচে বিশ্বকাপে ফ্রান্স
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারাই ছিল যথেষ্ট আনন্দের উপলক্ষ। তবে দলের প্রাপ্তির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের যোগ হয় নিজের অর্জনও। দলের বড় জয়ে নিজের জোড়া গোল আর ক্যারিয়ারে চারশ গোলের মাইলফলক স্পর্শ করা। এটিকে অবশ্য বড় কিছু মনে করছেন না এই তারকা। আরও চারশ গোল করলে বলার মতো কিছু হবে বলে মনে করেন তিনি। এমনকি অসম্ভব মনে হলেও চোখ রাখছেন হাজার গোলে। গত বৃহস্পতিবার প্যারিসে ইউক্রেইনকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ফ্রান্স। ৫৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ৮৩তম মিনিটে আরেকটি গোল করেন এমবাপ্পে। এই দুই গোলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডের দিকে আরেকধাপ এগিয়ে গেছেন এমবাপ্পে।
