জাতীয় শরীরগঠন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

তিনটি ক্যাটাগরিতে ১২টি ওজন শ্রেণিতে পাঁচ শতাধিক বডিবিল্ডারের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠেয় ক্যাটাগরিগুলো হলো- মেন্স বডিবিল্ডিং, মাস্টার্স ও মেন্স ফিজিক। মেন্স বডিবিল্ডিংয়ে ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫ ও ঊর্ধ্ব ৮৫ কেজি এবং মাস্টার্স ক্যাটাগরিতে ঊর্ধ্ব ৪০ কেজিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। মেন্স ফিজিকের তিন ইভেন্ট হলো- ১৬৬, ১৭০ ও ১৭০ ঊর্ধ্ব সেন্টিমিটার।