বাহরাইন গেল টেনিস দল

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ডেভিস কাপ এশিয়া, ওশেনিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে বাহরাইন গেল ছয় সদস্যের বাংলাদেশ টেনিস দল। ১৭-২৩ নভেম্বর ইছা টাউনে অনুষ্ঠিত হবে এই আসর। প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নর্দান ম্যারিনা দ্বীপপঞ্জ, তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন অংশ নিচ্ছে বাহরাইনে যাওয়া দলের সদস্যরা হলেন- জারিফ আবরার, জুবিন ওমর, মোহাম্মদ রুস্তম আলী, মে. ইমন ও জাওয়াদ মোহাম্মদ ভূইয়া এবং অধিনায়ক তানভীর পাশা।