আজ বাংলাদেশের সামনে চীন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে টানা চার জয় তুলে নিয়েছে বাংলাদেশের কিশোররা। তবে আসল লড়াইটা হবে আজ।
মূল পর্বে যেতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। সেই লক্ষ্য সামনে রেখে চংকিং স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে পাঁচটায় শক্তিশালী চীনের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এ-গ্রুপে দুই দলেরই ১২ পয়েন্ট করে রয়েছে। চার ম্যাচের সবগুলোই জিতেছে তারা। তবে গোলগড়ে অনেক এগিয়ে চীন। যেখানে চীন ৩৮, সেখানে বাংলাদেশ ১৯ গোলে এগিয়ে। তাই আজকের ম্যাচে জিততেই হবে লাল সবুজদের। হারলে কিংবা ড্র করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে তাদের। এমন সমীকরণ সামনে রেখে চীনের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গ্রুপের অঘোষিত ফাইনালেই রুপ নিয়েছে।
বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ- গ্রুপে চার ম্যাচ খেলে প্রতিটিতে জিতেছে তারা। পূর্ব তিমুর ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বাছাই পর্বের মিশন শুরু করে নাজমুল হুদা ফয়সালের দল। এরপর ব্রুনাইয়ের বিপক্ষে ৮-০ গোলে জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে বিধ্বস্ত করে শ্রীলংকাকে।
চতুর্থ ম্যাচে বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে চীনের সঙ্গে যৌথভাবে টেবিলের শীর্ষে বাংলাদেশ। দুই দলের পয়েন্ট সমান হওয়ায় তাদের আজকের ম্যাচটি বাড়তি উত্তাপ বাড়াচ্ছে। স্বাগতিক হওয়ায় হোম অ্যাডভান্টেজ পাবে চীন।
তাছাড়া বাংলাদেশের তুলনায় চীনের ফুটবলের কাঠামো খুবই শক্তিশালী। তাদের বিপক্ষে জিততে হলে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশ দলকে। গ্রুপ পর্বে চীনও বাংলাদেশের মতো কোনো ম্যাচে হারেনি। প্রায় প্রতি ম্যাচেই গোলোৎসব করেছে স্বাগতিকরা। তাদের হারানোটা সহজ হবে না। তবে টানা চার ম্যাচে যে পারফরম্যান্স উপহার দিয়েছেন ফয়সালরা, তাতে চীনের বিপক্ষে জয়ের প্রত্যাশা করাই যায়। আগামী বছর সৌদি আরবে হবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা। সেখানে অংশ নেবে মোট ১৬টি দল। বাছাই পর্ব খেলে ৭টি দল মূল পর্বে উঠবে।
