বাফুফে-বিজিএমইএ’র মেলবন্ধন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের পোশাকশিল্প কর্মীদের কল্যাণ, ফুটবলের প্রসার এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ক্যাম্পেইনকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে নতুন এক পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিজিএমইএ’র পক্ষে সভাপতি মাহমুদ হাসান খান এবং বাফুফের পক্ষে সভাপতি তাবিথ আউয়াল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মাধ্যমে বিজিএমইএ বাংলাদেশের কোনো স্পোর্টস বডি-এর সঙ্গে অংশীদারিত্ব স্থাপনকারী প্রথম ট্রেড বডি হিসেবে গণ্য হলো। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মো: রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদণ্ডদৌলা চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল, বিজিএমইএ-এর স্পোর্টস কমিটির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ আলী খান, প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির, ব্র্যান্ডিং বিজিএমইএ কমিটির চেয়ারম্যান খান মনিরুল ইসলাম (শুভ)।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী এবং কামরুল হাসান হিলটন। এই সমঝোতা স্মারকের প্রধান লক্ষ্য হলো যৌথ কর্মসূচি, প্রশিক্ষণ উদ্যোগ, প্রতিভা বিকাশ এবং ক্রীড়াসংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পোশাকশিল্প কর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দেশের ফুটবলের অগ্রগতিতে অবদান রাখা।

গুরুত্বপূর্ণ সহযোগিতা ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে:

-বাফুফে বিজিএমইএ’কে ফুটবল ইভেন্ট আয়োজনে কারিগরি দল এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করবে।

-পোশাক কর্মীদের রেফারি এবং কোচিং লাইসেন্সের মতো সফট স্কিলে প্রশিক্ষণ দিতেও সহায়তা করবে বাফুফে।

-উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিজিএমইএ সদস্যদের জন্য প্রোগ্রাম গ্রহণ করবে।

-আন্তর্জাতিক ম্যাচগুলোতে বিজিএমইএ এর প্রামান্য চিত্রগুলো (ডকুমেন্টারি) বড় স্ক্রিনে প্রদর্শন করে ‘মেইড ইন বাংলাদেশ’ জোরালোভাবে প্রমোট করা হবে।

-বাফুফে বৈশ্বিক ফুটবল ফোরামে বিজিএমইএ এবং বাংলাদেশের পোশাকশিল্পকে প্রমোট করবে।

-বিজিএমইএ বাফুফের জার্সী চাহিদা পূরণে অংশীদারদের নিয়ে কাজ করতে পারবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জার্সি ও ট্রাভেল পোশাক ডিজাইনে সহয়তা করবে।

-দুই সংস্থা যৌথভাবে শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি উন্নয়নের জন্য সচেতনতামূলক প্রচারাভিযান চালাবে। পাশাপাশি কারখানার কর্মীদের সন্তানদের তৃণমূল ফুটবলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এই অংশীদারিত্বের জন্য বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ব আজ বাংলাদেশকে চেনে আমাদের পোশাকের শক্তিতে, আমাদের অর্থনৈতিক সাফল্যের গাঁথা দিয়ে। আমরা স্বপ্ন দেখি, এইবার বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে আমাদের ফুটবলের নৈপুণ্যে, আমাদের ক্রীড়াঙ্গনের সাফল্যে। শিল্প এবং ক্রীড়ার এই যৌথ পথচলা বিশ্বজুড়ে বাংলাদেশের সম্মানকে নতুন উচ্চতা দেবে। তাবিথ আউয়াল বলেন, এই সমঝোতা স্মারকের ফলে পোশাক শিল্প ও ফুটবলে দেশের জন্য একসঙ্গে কাজ করার পথ তৈরি হলো। তিনি ফুটবলকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য বিজিএমইএ-এর সহযোগিতা কামনা করেন।