চীনে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

১৯ বছর পর এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নতুন করে ইতিহাস গড়ার হাতছানি ছিল বাংলাদেশের। টানা চার ম্যাচ জিতে আশা বাঁচিয়ে রেখেছিল লাল সবুজের কিশোররা। কিন্তু অঘোষিত ফাইনালে চীনকে হারাতে পারেনি গেলাম রব্বানী ছোটনের দল। বরং স্বাগতিকদের কাছে ৪-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। গ্রুপ থেকে চীন চ্যাম্পিয়ন হয়ে সৌদি আরবের মূল পর্বে জায়গা করে নিয়েছে। গতকাল রোববার চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হাজারও দর্শকের সামনে দাপট দেখিয়ে সহজেই ম্যাচ জিতেছে স্বাগতিক দল। বাংলাদেশ ৫ ডিফেন্ডার নিয়েও গোল আটকাতে পারেনি। রক্ষণের একের পর এক ভুলে গোল হজম করতে হয়েছে। বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল এশিয়া কাপে উঠতে পারেনি। দুই ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হামজা-জামালরা। সিনিয়রদের মত ব্যর্থ হলেও অনূর্ধ্ব-১৭ দলও। গতকাল চীনের হয়ে হ্যাটট্রিক করেছেন সু ইউহো। ৯, ৩৯ ও ৫৩ মিনিটে গোল তিনটি করেন তিনি। অপর গোলটি ৮৮ মিনিটে জাহোর। শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে চীন। ফিফা র‍্যাংকিংয়ে চীন সিনিয়র দল যেখানে ৯৩, সেখানে বাংলাদেশ ১৮০তম। সেই ব্যবধানই ফুটে উঠেছে ম্যাচে। বিরতির আগে চীন এগিয়ে ছিল ২-০ গোলে। বিরতির পর তারা বাংলাদেশের জালে বল পাঠায় আরও দুইবার। এই ম্যাচের আগে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও স্বাগতিক চীন দুই দলের পয়েন্ট ছিল সমান ১২। ৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে চূড়ান্ত পর্বের টিকিট পেল চীন। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ। ৫ ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২০টি, গোল হজম করেছিল ১টি। সমান ম্যাচে চীনের গোল ৪২ এবং প্রতিপক্ষ তাদের জালে বল পাঠাতে পারেনি এখনও।