বিকেএসপির থিম সং রিলিজড
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর গৌরবময় ইতিহাস, ক্রীড়া চেতনা ও ভবিষ্যৎ দর্শনকে তুলে ধরতে সদ্য নির্মিত থিম সং ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ আত্মপ্রকাশ হয়েছে। গতকাল সোমবার বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম অডিও ভিজুয়্যল সেন্টারে সব শিক্ষক-প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্য দিয়ে থিম সং উদ্বোধন করেন। তিনি বিকেএসপির থিম সং উদ্বোধন করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করেন। ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি খুবই অভিভূত। বিকেএসপির মহাপরিচালক ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ থিম সংটিকে শুধু একটি সুর না বলে এটিকে বিকেএসপির চেতনা ও গৌরবময় পথচলার প্রতীক হিসেবে চিহ্নিত করেন। তিনি মনে করেন এ প্রতিষ্ঠান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য ক্রীড়াবিদের তৈরি করেছে, এ থিম সং আমাদের সেই যাত্রাকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে এবং দেশজুড়ে ক্রীড়াপ্রেমী মানুষের হৃদয়ে জায়গা করে নেবে, অনুপ্রাণিত করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে। তিনি থিম সংটিতে বিকেএসপির শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, দেশপ্রেম এবং জয়ের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে জানান। সর্বশেষে মহাপরিচালক যাদের পরিশ্রমে থিম সংটি বাস্তব রূপ পেয়েছে সে সব শিল্পী, গীতিকার, সুরকার, নির্মাতা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
