তানজিদের বিশ্ব রেকর্ড
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
তানজিদ হাসান তামিম আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে হয়েছিলেন ব্যর্থ। প্রথম ম্যাচে ২ রান করা বাংলাদেশ ওপেনার এই ওপেনার দ্বিতীয় ম্যাচে করেন ৭ রান। তবে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ফিফটি পেয়েছেন তিনি। ৩৫ বলে ফিফটি করেছেন তানজিদ। টি-টোয়েন্টিতে এটি তার ১১তম ফিফটি। তার ফিফটিতে সিরিজের শেষ টি-টোয়েন্টি সহজেই জিতেছে বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার আয়ারল্যান্ডকে সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ১১৭ রানে গুটিয়ে দেয় টাইগাররা। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশ ব্যাটসম্যানরা ছিলেন দিশাহারা। মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন পেয়েছেন ৩টি করে উইকেট। বোলারদের বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংও ছিল দারুণ।
