‘ভবিষ্যতে আর পুনরাবৃত্তি হবে না’

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সিরিজ শুরুর আগের দিন দল নির্বাচন নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন অধিনায়ক লিটন দাস। তাকে না জানিয়ে শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়া হয়েছিল বলে বিতর্ক সামনে আনেন তিনি। ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও দেন পাল্টা জবাব। বিরল এই সংবাদ সম্মেলনের পর দলের ভেতর-বাইরে তৈরি হয় অস্বস্তি। তবে পিছিয়ে থেকেও সিরিজ জেতার পর বাংলাদেশ দল এখন সুখী পরিবার। লিটন জানালেন, মুহূর্তের উত্তেজনায় দুদিক থেকেই হয়েছে ভুল, যা মিটমাট করে নিয়েছেন তারা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটির দলে শামীমকে রাখা হয়নি। নেওয়া হয়েছিল মাহিদুল ইসলাম অঙ্কনকে। লিটনের জোর আপত্তি ছিল এই সিদ্ধান্তে। কথার বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচকদের সঙ্গে তার মতবিরোধ নিয়ে আসেন প্রকাশ্যে। এমনকি সংবাদ সম্মেলন শেষে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন ডানহাতি ব্যাটার। শুধু নির্বাচক প্যানেল না, লিটনের ইঙ্গিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকেও। বোর্ড থেকে নাকি তাকে বলা হয়েছিল, যে দল দেওয়া হবে, তা নিয়েই খেলতে হবে। উত্তপ্ত পরিস্থিতিতে প্রথম ম্যাচে হেরেও যায় বাংলাদেশ। যদিও ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচ জেতায় স্বস্তি ফিরেছে।

সিরিজ শেষে সেই লিটন উঁচিয়ে ধরলেন শান্তির পতাকা। কণ্ঠে আত্মগ্লানী আর আত্মোপলব্ধির ছাপ নিয়ে বাংলাদেশ অধিনায়ক জানালেন, ভবিষ্যতে এসবের পুনরাবৃত্তি আর হবে না। ‘দেখুন, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু হয়েছে। উভয় পক্ষ থেকেই আমাদের হয়েছে। তবে যে জিনিসটা হয়েছে, সেটা ভালো নয়। ক্রিকেটের জন্য ভালো নয়।পরবর্তী সময় থেকে এই জিনিসগুলো হবে না। এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলছি এবং এটার একটা ভালো একটা সমাধান এসেছে।’