ইসরায়েলের বিপক্ষে সরে দাঁড়ালেন ইরানি অ্যাথলেট
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ইসরায়েলের এক প্রতিযোগীর মুখোমুখি হতে না চাওয়ায় কেনিয়ার একটি তায়কোয়ান্ডো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ইরানের তরুণ অ্যাথলেট রোজান গুদারজি। গতকাল বুধবার ইরানের স্থানীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ইরান এবং ইসরায়েলি অ্যাথলেটদের সঙ্গে যেকোনো যোগাযোগকে নিষিদ্ধ। ফলে দীর্ঘদিন ধরেই ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে খেলায় অংশ না নিয়ে প্রত্যাহার করছে ইরানি ক্রীড়াবিদরা। মূলত অযোগ্য ঘোষণা অথবা চিকিৎসা সনদ দেখিয়ে ম্যাচ এড়িয়ে যান তারা।
ইরানের সংবাদসংস্থা আইএসএনএ জানায়, ‘ইউ-২১ ওয়ার্ল্ড তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে ‘জায়নিস্ট শাসনব্যবস্থার’ এক অ্যাথলেটের সঙ্গে একই গ্রুপে পড়ায় রোজান গুদারজি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।’ টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই তার ইসরায়েলি অ্যাথলেটের বিপক্ষে লড়াই হওয়ার কথা ছিল। ইরানি কর্মকর্তারা একই গ্রুপে ইরানি ও ইসরায়েলি অ্যাথলেট রাখার বিরুদ্ধে আপত্তি জানালেও বিশ্ব তায়কোয়ান্ডো ফেডারেশন জানায়, প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন করা সম্ভব নয়। গত মাসেই সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে নারী ৫১ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জ জয় করেন গুদারজি। এর আগেও ইসরায়েলি ক্রীড়াবিদদের সঙ্গে যোগাযোগকে কেন্দ্র করে ইরানে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৩ সালের আগস্টে পোল্যান্ডে এক প্রতিযোগিতায় ইসরায়েলি অ্যাথলেটের সঙ্গে করমর্দন করায় ভারোত্তোলক মোস্তফা রেজাইকে আজীবন নিষিদ্ধ করা হয়।
২০১৯ সালে সম্ভাব্য ইসরায়েলি প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আশঙ্কায় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে না দেওয়ায় দেশ ছাড়েন প্রতিভাবান দাবাড়ু আলিরেজা ফিরোজজা। বর্তমানে তিনি ফ্রান্সের নাগরিক। ২০২১ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নির্দেশনা দিয়ে বলেন, ‘(ইসরায়েলের) অপরাধী শাসনব্যবস্থার প্রতিনিধির সঙ্গে করমর্দন করে কোনো পদক অর্জন করা উচিত নয়।’
উল্লেখ্য, চলতি বছরের জুনে ইসরায়েলের হামলার পর দুই দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি যুদ্ধ বেঁধে যায়। ১২ দিনের সেই সংঘাতে যুক্তরাষ্ট্রও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলায় অংশ নেয়।
