মেয়াদ বাড়ছে আশরাফুলের থাকছেন সালাউদ্দিনও

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

মাস খানেক আগে হঠাৎ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার আগেই সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোনা গিয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে দায়িত্ব ছাড়বেন সালাউদ্দিন। তাই ক্রিকেটপ্রেমীদের নজর ছিল সেদিকেই। কিন্তু শেষ হয়েও হলো না শেষ। সালাউদ্দিন ও আশরাফুলকে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।

সালাউদ্দিনের চুক্তির মেয়াদ আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। গত ৫ নভেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই তিনি দায়িত্ব ছাড়তে চান বলে জানান চিঠিতে। তবে সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল। ‘সালাউদ্দিনের পদত্যাতপত্র আপাতত গ্রহণ করা হয়নি। পদত্যাগপত্র গ্রহণ না করা হলে স্বাভাবিকভাবে তিনি থাকছেন। আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটির জন্যই। তার হঠাৎ পাওয়া দায়িত্ব বিশ্বকাপ পর্যন্ত প্রসারিত হচ্ছে বলে জানালেন নাজমূল। ‘আমাদের এখন আন্তর্জাতিক কোনো ম্যাচ বা সিরিজ নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। তাই কোচিং প্যানেলে পরিবর্তনের কোনো সম্ভবনা নেই। যারা সবশেষ সিরিজে কাজ করেছেন, তারাই থাকবেন। আশরাফুলকে শুধু আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের ভূমিকায় নেওয়া হয়েছিল। সেসহ সবাই থাকবে।

কোনো পরিবর্তন হবে না। সবাই থাকবে।’

আশরাফুল অবশ্য এখনও এমন কোনো বার্তা পাননি বলেই জানালেন। ‘আমাকে যে দায়িত্বের জন্য নেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে। আমার মেয়াদ বাড়বে বা আমাকে সামনে দায়িত্বে রাখবে কি না, এ ব্যাপারে বোর্ডের সঙ্গে আমার কোনো কথা হয়নি।’ গত বছর ৫ নভেম্বর জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন। দেশের একজন কোচকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করার দীর্ঘদিনের দাবি পূরণ হয় তাতে। তবে গত কয়েকমাসে নানা কারণে সমালোচনার মধ্যে ছিলেন ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচ। বেশ কিছুদিন ধরে মূলত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্সে আঙুল উঠতে থাকে তার দিকে।

সেই ধারাবাহিকতায় আশরাফুলকে এই সিরিজের জন্য ব্যাটিং কোচ করা হয়। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত জানান সালাউদ্দিন। বিসিবি তখনই বলেছিল, প্রকাশ্যে কিছু বলার আগে বিষয়টি নিয়ে ভেতরে আলোচনা করা হবে। সূত্র থেকে জানা যাচ্ছে, বিসিবির শীর্ষ কর্তারা এর মধ্যেই সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছেন। পদত্যাগ গ্রহণ না করা নিয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ৭ ফেব্রুয়ারি। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ সালাহউদ্দিনকে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজ করেছেন।

এদিকে ফাহিম আরও বলেছেন যে তারা জাতীয় দলের বর্তমান কোচিং সেটআপ নিয়ে সন্তুষ্ট এবং ভারত ও শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সেটআপে বড় কোনো পরিবর্তন আনতে আগ্রহী নন।