চ্যাম্পিয়ন মেঘনা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

শারীরিক প্রতিবন্ধীদের অংশগ্রহনে অনুষ্ঠিত টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে মেঘনা দল। গতকাল বৃহস্পতিবার পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ফাইনালে তারা আট উইকেটে হারায় পদ্মা দলকে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৬২ রান করে পদ্মা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন সাব্বির। মেঘনার হয়ে দুটি করে উইকেট তুলে নেন নাজমুল ইসলাম ও তাজমিম হোসেন। জবাবে ব্যাট করতে নেমে শরিফুলের অপরাজিত ২৮ ও রেজউল করিমের ১৭ রানের সুবাদে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেঘনা। পদ্মার হয়ে দুই উইকেট পান রফিক।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহসভাপতি ও পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম। এ সময় বিসিবির পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের চেয়ারম্যান মো. জুলফিকার আলী খান, পরিচালক আবদুর রাজ্জাক, এনপিসি বাংলাদেশের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন ও মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা এই চারটি দল দুদিন ব্যাপি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়।
