সালাহউদ্দিন আর ফিরবেন না ঘরোয়া ক্রিকেটে

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভিক্টোরিয়ার পর গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়েও চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলেও জিতেছেন একাধিক শিরোপা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চারটি শিরোপা জিতলেও বিপিএলে আর কখনও কোচিং করাবেন না তিনি। পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও কোচিংয়ে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সালাহউদ্দিন নিজেই। কখনও জাতীয় দলের হয়ে না খেলা সালাহউদ্দিন ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু করতে পারেননি। চোট ও নানান বাস্তবতায় কয়েক বছর খেলেই পেশাদার ক্রিকেট ছেড়ে দেন তিনি। খেলোয়াড় হিসেবে খুব বেশি দূর যেতে না পারলেও কোচিংয়ে দেশের অন্যতম সেরা হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। সালাহউদ্দিনের শুরুটা হয়েছিল বিকেএসপিতে খণ্ডকালীন কোচ হিসেবে। পরে সুযোগ হয় ডিপিএলেও।

ঢাকার ক্লাব ক্রিকেটে বাজিমাতও করেন সালাহউদ্দিন। তার কোচিংয়ে শিরোপা জেতে ভিক্টোরিয়া। ঘরোয়াতে ভালো করায় সুযোগ মেলে জাতীয় দলেও। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেভ হোয়াটমোর ও জেমি সিডন্সের কোচিং স্টাফে সহকারী ও ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে কাজ করেছেন বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতেও। বিসিবির কোচিং ছেড়ে মালয়েশিয়াতে একটি বিশ্ব বিদ্যালয় দলের কোচ হিসেবেও কাজ করেন সালাহউদ্দিন।

দেশের বাইরে প্রথমবার বলার মতো কোথায় চাকরির সুযোগ মেলে তার। ২০১৪ সালে কাজ করেছেন সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে। সেখান থেকে ফিরে অবশ্য আবারও ঘরোয়া ক্রিকেটে কোচিং শুরু করেন তিনি। ২০১৫ সালে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব ও কোচিংয়ে বিপিএল চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। পরবর্তীতে আরও তিনবার শিরোপা জিতেছে বিপিএলের ইতিহাসের অন্যতম সফল দলটি।

এসবের বাইরে সালাহউদ্দিনের কোচিংয়ে ২০১৭ সালে প্রথমবারের মতো ডিপিএলের চ্যাম্পিয়ন হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঘরোয়া ক্রিকেটে এত এত সাফল্য পেলেও আর ফিরতে চান না তিনি। বিপিএলের পাশাপাশি ডিপিএলেও কোচিং করানোর ইচ্ছে নেই সালাহউদ্দিনের। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আমি আসলে আর বিপিএল করব না (কোচিং), এ নিয়ে চিন্তাও করছি না। ঘরোয়া ক্রিকেটে ফেরার সুযোগ কম।’

ঘরোয়া ক্রিকেটে একের পর এক সাফল্য পাওয়ার পর অন্য দফায় জাতীয় দলে সুযোগ মেলে সালাহউদ্দিন। ১৪ বছর পর গত বছরের নভেম্বরে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দেন তিনি। ব্যাটিং কোচ না থাকায় লিটন দাস, তানজিদ হাসান তামিমদের ব্যাটিংও সামলেছেন। দেশের কোচদের পথ পদর্শক হয়ে জাতীয় দলের দরজা খুলে দেওয়া সালাহউদ্দিন স্বপ্ন দেখছে বেশ বড়ই। সেই পথে এগিয়েও যেতে চান নিজের প্রচেষ্টায়। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচ হিসেবে চুক্তি আছে সালাহউদ্দিনের। বাংলাদেশের চাকরি ছাড়ার পর অন্য কোনো জাতীয় দলের জার্সিতে কোচিং করাতে দেখা যেতে পারে। খোলাসা করে না বললেও সেটার ধারণা পাওয়া গেছে তার কথা থেকেই। বিভিন্ন জাতীয় দলের কোচিং শেষেই ইতি টানবেন তিনি। জাতীয় দল শেষেই কোচিং থেকে অবসর নেবেন কি না এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন, ‘হ্যাঁ (জাতীয় দল শেষে কোচিং থেকে অবসর), থ্যাংক ইউ ভেরি মাচ।’