ব্রাদার্সের জালে পাঁচ গোল কিংসের

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার ফুটবল লিগে পঞ্চম রাউন্ডে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামের ওই ম্যাচে কিংস ৫-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। জয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ দুটি এবং ফয়সাল আহমেদ, এমানুয়েল ও সোহেল রানা একটি করে গোল করেন। এই জয়ে পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে কিংস শীর্ষেই থাকল। সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাদার্স হেরে খানিকটা পিছিয়ে পড়েছে। আজ ফর্টিজ ঢাকা আবাহনীকে হারাতে পারলে ১০ পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে উঠবে। রহমতগঞ্জ আরামবাগের বিপক্ষে জিতলে তাদেরও ১০ পয়েন্ট হবে। যদি রহমতগঞ্জ ও ফর্টিজ দুই দলই পয়েন্ট হারায় আজ, তাহলে কিংস তিন পয়েন্টের বেশি এগিয়ে থাকবে।