বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
দেশের ফুটবলে বর্তমানে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে লাল সবুজের মেয়েরা। স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন তারা। এরপর আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঋতুপর্ণা চাকমা। এবার তিনিও স্বীকৃতি পেতে যাচ্ছেন। ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য তাকে বেগম রোকেয়া পদক দেওয়া হচ্ছে।
বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। সমাজের নানা ক্ষেত্রে নারীদের স্বীকৃতি ও অবদানের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক প্রদান করে। এবার নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে ভূমিকার জন্য কল্পনা আক্তার, মানবাধিকার খাতে অবদানের জন্য ড. নাবিলা ইদ্রিস। খেলায় পাচ্ছেন ঋতুপর্ণা। তার জোড়া গোলের কারণেই বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারে মতো এশিয়া কাপের মূল পর্বে খেলবে। শুধু এশিয়া কাপই নয়, ঋতুপর্ণার গোলেই গত বছর সাফ ফাইনালে বাংলাদেশকে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ঋতুপর্ণা এখন শুধু ক্রীড়াঙ্গন নয় পুরো দেশেরই অন্যতম এক আইকনে পরিণত হয়েছেন। ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। ঐ দিনই বাংলাদেশ সরকার রোকেয়া পদক প্রদান করে। বিগত সময়ে রোকেয়া দিবসে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়নি। গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদকে পুরস্কৃত হয়েছিলেন। এবার ঋতুপর্ণা চাকমা এই পদক পাচ্ছেন। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক হস্তান্তর হস্তান্তর করা হবে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক।
