টিকিটের চড়া দামে ক্ষোভ, তবু ২৪ ঘণ্টায় আবেদন ৫০ লাখ

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

টিকিটের দাম নিয়ে সমালোচনার ঝড় উঠলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির সর্বশেষ ধাপে প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৫০ লাখ আবেদন পেয়েছে ফিফা। গত শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্বকাপের জন্য ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ফিফা ডটকমের মাধ্যমে টিকিটের আবেদন জমা পড়েছে। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর।

তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সমর্থক সংগঠনগুলো। ইউরোপভিত্তিক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) গত বৃহস্পতিবার ফিফার প্রতি আহ্বান জানায়, যেন তারা জাতীয় দলের জন্য বরাদ্দ টিকিট বিক্রি অবিলম্বে বন্ধ করে। এফএসইর অভিযোগ, ‘অত্যধিক’ দামের কারণে সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপ দেখা কার্যত অসম্ভব হয়ে উঠছে। সংগঠনটির দাবি, কাতার বিশ্বকাপ ২০২২-এর তুলনায় এবার টিকিটের দাম প্রায় পাঁচ গুণ পর্যন্ত বেড়েছে।

এর মধ্যেও প্রাথমিক পর্যায়ে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে কিছু হাই-প্রোফাইল গ্রুপ ম্যাচকে ঘিরে। র‌্যান্ডম সিলেকশন ড্র পর্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চাওয়া ম্যাচ কলম্বিয়া ও পর্তুগালের মুখোমুখি লড়াই, যা ২৭ জুন মায়ামিতে অনুষ্ঠিত হবে। চাহিদার তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছে ব্রাজিল বনাম মরক্কো (১৩ জুন, নিউইয়র্ক/নিউ জার্সি), মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া (১৮ জুন, গুয়াদালাহারা), ইকুয়েডর বনাম জার্মানি (২৫ জুন, নিউইয়র্ক/নিউ জার্সি) এবং স্কটল্যান্ড বনাম ব্রাজিল (২৪ জুন, মায়ামি)।

টিকিট আবেদনের ক্ষেত্রে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পর সবচেয়ে বেশি আবেদন এসেছে কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামা থেকে। ফিফা জানিয়েছে, দক্ষিণ ও মধ্য আমেরিকার সমর্থকদের বড় উপস্থিতি প্রমাণ করে যে আমেরিকা মহাদেশজুড়ে বিশ্বকাপের উন্মাদনা কতোটা গভীরভাবে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি ২৮ বছর পর প্রথমবার বিশ্বকাপে ফিরতে যাওয়া স্কটল্যান্ডকে ঘিরেও বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। র‌্যান্ডম সিলেকশন ড্র পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ১০টা)। ফিফা স্পষ্ট করে জানিয়েছে, এই সময়সীমার মধ্যে কখন আবেদন করা হচ্ছে, তা টিকিট পাওয়ার সম্ভাবনাকে প্রভাবিত করবে না। সমর্থকেরা নির্দিষ্ট ম্যাচ, টিকিট ক্যাটাগরি ও সংখ্যাও বেছে নিতে পারবেন, যদিও প্রতিটি পরিবারের জন্য নির্ধারিত সীমা থাকবে। আবেদন সফল হলে স্বয়ংক্রিয়ভাবেই অর্থ কেটে নেওয়া হবে।