বিকেএসপির কৃতি প্রশিক্ষণার্থীদের সম্মাননা অনুষ্ঠান
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গত ১১ ডিসেম্বর সন্ধ্যায়, বিকেএসপিতে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২০২৫ সালে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদানের উদ্দেশে কৃতি প্রশিক্ষণার্থীদের বাৎসরিক পুরস্কার প্রদান ও সাংস্ক্রতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পদক প্রাপ্ত কৃতি প্রশিক্ষণার্থীদের মধ্যে সম্মানসূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন। ক্রিকেট বিভাগের নিশিতা আক্তার নিশিকে ২০২৫ সালের সার্বিক বিচারে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিকেএসপি ব্লু ও বিকেএসপি ব্লেজার প্রদান করা হয়।
অন্যদিকে এ বছরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণ পদক অর্জন করার স্বীকৃতি স্বরূপ ৭২ জনকে বিকেএসপি কালার, ইনসিগনিয়া প্রতীক, অর্থ পুরস্কার, ব্লেজার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। তারা হলেন- এ্যাথলেটিক্সের মো. তামিম হোসেন, সিয়াম ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. মাহিদুল হাসান, মো. নিয়ামুল শেখ, মো. কবির হোসাইন, মো. শিপন মিয়া, মো. জিসান শেখ, দেলোয়ার হোসেন সাঈদী, মোছা. সানজিদা আফরিন পরশ মণি, মোছা. মিম আক্তার, মোছা. তাসমিয়া হোসেন ও রবিউল ইসলাম হাসিব।
বাস্কেটবলে- এ ফয়সাল হোসেন ও ফাহাদ রহমান। ফুটবলে- স্বপ্না রানী, নবীরন খাতুন, কানম আক্তার, রুপা আক্তার, অয়ন্ত বালা মাহাতো ও ফোরদৌসী আক্তার সোনালী। সাঁতারে- মোছা. জুঁই আক্তার, মো. মনির খান তন্ময়, মাইসা আক্তার মীম, পলি খাতুন, মো. মেহেদী হাসান ও নন্দিনী পাহান। টেবিল টেনিসে- আবুল হাসেম হাসিব, খই খই সাই মার্মা, মুসরাত জাহান সিগমা। জিমন্যাস্টিক্সের- বনফুলী চাকমা ও রাফিল আহমেদ। জুডোতে- মোছা. আনিকা আক্তার, মো. আসাদুজ্জামান, আজিজা আলেয়া লিয়ন, মো. মনোয়ার হোসেন ও নাম মোসা. সোনিয়া এবং ভারোত্তোলনে- মো. রাহিম।
