বিজয় দিবসে কোয়াবের আয়োজন

‘অপরাজেয়’ শান্ত ও ‘অদম্য’ মিরাজের অন্যরকম লড়াই

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির এক গৌরবময় দিন। বিশেষ এই দিনটি উদযাপনে প্রতিবছর সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজন করে থাকে বিসিবি। তবে এবার শুধু সাবেকরা নন, বিজয় দিবসে মাঠে নামতে যাচ্ছেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররাও। এমনই উদ্যোগ নিয়েছে পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ অল স্টার্স ম্যাচ’। যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল ‘অদম্য’ ও ‘অপরাজেয়’। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। বিসিবির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট। খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টসে। কোয়াবের আয়োজনে ম্যাচটিতে দুইদলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। তবে মাঠের লড়াইয়ের আগেই জমে উঠেছে দুই অধিনায়কের কথার লড়াই। ম্যাচের আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে অদম্য দলের অধিনায়ক শান্ত মিরাজের দলকে টার্গেট করে হালকা ধরনের হুমকি দিয়েছেন। শুরুতে অবশ্য শান্তর কপালে পড়ল চিন্তার ভাঁজ। তার দলের বড় ভরসা শেখ মেহেদি হাসান খেলতে পারবেন না বোনের বিয়ের কারণে। কৃত্রিম দুর্ভাবনায় মুখে আঁধার নিয়ে মিঠুনকে সেই দুঃসংবাদ জানালেন শান্ত। তবে আত্মবিশ্বাসের কমতি নেই তার, প্রতিপক্ষকে একরকম হুমকিই দিয়ে রাখলেন, ‘কোনো ছাড়াছাড়ি হবে না শুইয়ে ফেলব একদম।’ শান্তর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রতিপক্ষ কোচ সোহেল আহমেদ, ‘আমরা কথায় বিশ্বাসী না। মাঠেই প্রমাণ করব কে কাকে শোয়ায়। বাইরে কথা হবে, আমরা সেগুলো কানে নিচ্ছি না।’

খুনসুটি-টিপ্পনি কমতি ছিল না গোটা আয়োজনে। মিরাজের দলকে ‘কমিটির টিম’ বলে দিলেন শান্ত। মিরাজের জবাবেও মিশে থাকল ঝাঁজ। ‘এখানে তো দলই মাত্র দুইটা। ৮-১০ দল থাকলে কমিটির টিম বলা যেত। সবাই একই সঙ্গে ক্রিকেট খেলি। আমরা প্রত্যেক খেলোয়াড়কে ফোন করেছি, সবাই প্রস্তুত। ওদের দলে যা হচ্ছে, সেটা ওদেরই ব্যাপার। খেলায় যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে তার কোনো মূল্য নেই। বাবুল স্যার হুমকি দিয়েছেন, শান্তও দিয়েছে। ওরা দিলে আমরাও দেব। মাঠে নেমে ম্যাচ জিতেই জবাব দেব।’ কোয়াবের উদ্যোগের প্রশংসা করতেও ভোলেননি মিরাজ। তিনি বলেন, ‘এই আয়োজন থেকে যে ফান্ডিং আসবে, সেটা পুরোপুরি ক্রিকেটারদের জন্যই ব্যয় হবে। আগেও অসুস্থ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে কোয়াবের ফান্ড কাজে লেগেছে। আরও ফান্ড থাকলে আরও অনেককে সাহায্য করা যেত। ভবিষ্যতের কথা ভেবেই এই উদ্যোগ।’ শুরুতে ঘোষিত স্কোয়াড থেকে দুই দল মিলিয়ে পরে পরিবর্তন এসেছে পাঁচটি। সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও তানজিম হাসান খেলতে পারছেন না। তাদের বদলে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈম শেখ, রকিবুল হাসান, জিসান আলম, এসএম মেহরব ও রিপন মন্ডলকে।

বাংলাদেশ অল স্টার্স দুই দলের স্কোয়াড:

অপরাজেয় দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, জিসান আলম, নুরুল হাসান সোহান, এসএম মেহরব, জাকের আলী, শামীম হোসেন, রকিবুল হাসান, রিপন মন্ডল, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

অদম্য দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, হাবিবুর রহমান সোহান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম।