বিপিএলের টিকিট বিক্রি শুরু
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে শিগগিরই। আর মাত্র তিন দিন পড়েই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে ৬ দলের অংশগ্রহণে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। জমজমাট এই আসরকে সামনে রেখে গতকাল রোববার বিকাল ৪টা থেকে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এবার আর লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে না সমর্থকদের। সব টিকিট মিলবে শুধু অনলাইনে। এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচের টিকিট কোনো বুথে সরাসরি বিক্রি করা হবে না। দর্শকরা চাইলে িি.িমড়নপনঃরপশবঃ.পড়স.নফ ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
বিপিএলের লিগ পর্বে প্রতিদিন একই মাঠে হবে দুটি করে ম্যাচ। দুটি ম্যাচই দেখা যাবে এক টিকিটে। আর প্রতিটি টিকিট কেনা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। সর্বনিম্ন থেকে সর্বোচ্চণ্ডসব ধরনের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দর্শকদের সাধ্যের কথা বিবেচনা করে টিকিটের দামও রাখা হয়েছে নাগালের মধ্যে। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করলেই স্টেডিয়ামে বসে উপভোগ করা যাবে এক দিনের দুটি ম্যাচ। সিলেট স্টেডিয়ামের শহিদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। এ ছাড়া শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউস আপার জোন ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিট মিলবে ৬০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ও লোয়ার ওয়েস্ট-ইস্ট জোন) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
উল্লেখ্য, সিলেট পর্বে খেলা হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। মধ্যে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ নেই। বিপিএলের প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যায় খেলবে নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস।
