ব্যাডমিন্টনের আরেকটি টুর্নামেন্ট শুরু আজ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জের পর আজ আরও একটি টুর্নামেন্ট শুরু হচ্ছে। যার পোষাকি নাম ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজ। ১৮টি দেশের ২৩৩ জন শাটলার পদকের জন্য পাঁচটি ইভেন্টে লড়বেন। ইভেন্টগুলো হলো- পুরুষ ও মহিলা একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত।
পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের খেলা শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আসরে নতুন দেশ কাজাখস্তান। ইউনেক্স-সানরাইজের পৃষ্ঠপোষকতায় ফি বছর বাংলাদেশে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। আগে সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদের জন্যও একটি টুর্নামেন্টের আয়োজন করা হত। কিন্তু পৃষ্ঠপোষকদের চাহিদামাফিক এবারই প্রথমবার দুটি টুর্নামেন্টই হচ্ছে সিনিয়রদের। দুটিতেই র্যাংকিং সুবিধা রয়েছে বলে বিদেশি শাটলাররা বেশ আগ্রহী। সদ্য সমাপ্ত আন্তর্জাতিক চ্যালেঞ্জের প্রাইজমানি ছিল সাড়ে ১৭ হাজার মার্কিন ডলার। আর নতুন আসরের প্রাইজমানি পাঁচহাজার মার্কিন ডলার।
প্রাইজমানি কম হলেও সিরিজে স্বর্ণপদকের প্রত্যাশা চ্যালেঞ্জের মিশ্র দ্বৈতে রুপা জয়ী জুটি আল আল আমিন ও উর্মি আক্তার। আল আমিন বলেন, ‘নতুন আসরে নতুন প্রত্যাশা স্বর্ণপদক জেতা। মিশ্র দ্বৈতের পাশাপাশি আশা করছি মোয়াজ্জেম হোসেন অহিদুলকে নিয়ে পুরুষ দ্বৈতেও পদক জিততে পারব।’ হতাশা ঝেড়ে নতুন উদ্যোমে খেলতে প্রস্তুত মোয়াজ্জেম হোসেনও। তার কথা, ‘কানাডায় জেতা ব্রোঞ্জের ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি ঘরের কোর্টে। তবে আশাকরি সিরিজে সেই হতাশা কাটিয়ে পদকের মুখ দেখতে পাবো। আমার জন্য দোয়া করবেন।
এই সিরিজে স্বাগতিক শাটলাররা ভালো করবেন, এমন বিশ্বাস ফেডারেশন সাধারণ সম্পাদক রাসেল কবির সুমনেরও। তিনি জানান, ‘চ্যালেঞ্জে জুমার-ঊর্মি রানার আপ হয়েছে। আশাকরি সিরিজেও তারা ভালো রেজাল্ট করবে।’
