বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক পরীক্ষা শুরু
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ক্রীড়াঙ্গনের স্বপ্নপুরীখ্যাত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ২০২৬ সালের ভর্তি পরীক্ষা প্রাথমিক বাছাই কার্যক্রম গতকাল শুরু হয়েছে। বরাবরের মতো এবারও তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়া প্রতিভাবান ছেলে-মেয়েদের কথা বিবেচনা করে ভর্তির প্রাথমিক কার্যক্রম বিভাগীয় শহরের বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রসমূহে পরিকল্পনা করা হয়েছে। ফলে গরিব ও সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েরা একদিকে যেমন তাদের প্রতিভা যাচাই করার সুযোগ পাবে অন্যদিকে দেশের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গন প্রতিভাধর খেলোয়াড় প্রাপ্তির মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ হবে। দিনাজপুর ছাড়াও ভর্তির প্রাথমিক কার্যক্রম পর্যায়ক্রমে নির্ধারিত দিনসমূহে বিকেএসপির বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রসমূহ রাজশাহী, ময়মনসিংহ স্টেডিয়াম, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সর্বশেষ ঢাকা বিকেএসপিতে শেষ হবে। গতকাল দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে দুই দিনব্যাপী আয়োজিত বয়স ভিত্তিক প্রাথমিক বাছাই পরীক্ষার প্রথম দিনে ২১টি ক্রীড়া বিভাগে মোট ১১০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনলাইন ভিত্তিক নিবন্ধন প্রক্রিয়ায় আজ পর্যন্ত প্রায় ছয় হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থী নিবন্ধন করেছে এবং পরীক্ষা চলকালীন দিনসমূহ পর্যন্ত নিবন্ধন চলমান থাকবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
