ভারতের জুটিকে উড়িয়ে শেষ ষোলোয় রিয়াদুল-তনয়
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫-এর পুরুষ দ্বৈতে আলো ছড়ালেন রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি। ব্যাডমিন্টন প্রতিযোগিতাটির সেরা বত্রিশের লড়াইয়ে দাপুটে খেলে ভারতের জুটিকে হারালেন তারা।
পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ভারতের ভেঙ্কাটা সানি ও সারানাম সাই জুটিকে ২-০ সেটে হারিয়ে শেষ ষোলোর মঞ্চে ওঠেন রিয়াদুল-তনয়। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করতে থাকেন রিয়াদুল-তনয়। প্রথম সেট তারা জিতে নেন ২১-৮ পয়েন্টে। দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন দু’জনে। ২১-১৩ পয়েন্টের ব্যবধানে জিতে সেরা ষোলোয় খেলা নিশ্চিত করেন তারা। ক’দিন আগেই ব্যাডমিন্টনে দারুণ প্রাপ্তি হয়েছে বাংলাদেশের। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টরন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫-এর মিশ্র দ্বৈতে দেশকে রুপা এনে দেন আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি।
